ইতালিতে এক বছরের ব্যবধানে বৈধ উপায়ে বাংলাদেশিদের আবেদনের সংখ্যা নেমে এসেছে প্রায় এক-চতুর্থাংশে। অন্যদিকে বেড়েছে অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যা। দেশটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতারা বলছেন, এভাবে অবৈধ পথে ইতালিতে এলে ফলাফল খুব একটা ইতিবাচক হবে না।
নিয়ম-নীতির কড়াকড়ি, দীর্ঘ প্রক্রিয়া ও ভিসা সংকটের মুখোমুখি হয়ে বৈধ উপায়ে ইতালি প্রবেশের আগ্রহ হারিয়ে ফেলছেন বাংলাদেশিরা। তবে পাল্লা দিয়ে বাড়ছে অবৈধ উপায়ে দেশটিতে প্রবেশের চেষ্টা। শুধু বাংলাদেশ নয়, গেল গত কয়েকদিনে আরও বেশ কিছু দেশের প্রায় সাত লাখ মানুষ জড়ো হন লিবিয়া সীমান্তে। ইতালির প্রভাবশালী গণমাধ্যম ‘আনসা’ এবং জাতীয় দৈনিক ‘লা রিপুবলিকা’ জানায়, ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে অবৈধভাবে প্রবেশের উদ্দেশেই জড়ো হয়েছেন এই বিপুল সংখ্যক মানুষ।
এদিকে, অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের শনাক্ত এবং পালিয়ে যাওয়া আটকাতে রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের হাতে ইলেকট্রনিক ব্রেসলেট পরানোর সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার। অপরদিকে, অবৈধ অভিবাসীদের আলবেনিয়ায় ফেরত পাঠানোর চেষ্টা অব্যাহত রেখেছে তারা। এমনকি একটি প্রত্যাবাসন কেন্দ্র খোলারও পরিকল্পনা চলছে। ইতালিতে বর্তমানে এক লাখের বেশি অবৈধ বাংলাদেশি অবস্থান করছেন। চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত কেবলমাত্র ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে এসে পৌঁছান প্রায় দুই হাজার বাংলাদেশি।
২১শে ফেব্রুয়ারি ২০২৫, সুরমা টিভি ২৪, সুমাইয়া।