অনলাইন নিউজ ডেক্স :
বিশ্বকাপ ২০১৯ রশিদ খানদের মুখোমুখি হয়ে ঝড় তুলেছিলেন ইংল্যান্ডের ব্যাটাররা। ইয়ন মরগ্যান একাই মেরেছিলেন ১৭ ছক্কা, এক ইনিংসে যা এখনও কোনো ব্যাটারের সর্বোচ্চ ছক্কার রেকর্ড হয়ে আছে। ওই ম্যাচেই রশিদ খান দিয়েছিলেন ক্যারিয়ার সর্বোচ্চ ১১০ রান। টুর্নামেন্টে আফগানিস্তান একটি ম্যাচও জিততে পারেনি।হাশমতউল্লাহ শাহিদি। ওই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে আফগানিস্তান। ঘুরে দাঁড়িয়েছে না বলে প্রভূত উন্নতি করেছে বললেই বোধহয় বেশি মানানসই হয়। আর সাম্প্রতিক সময়ে তো তাদের ছুটে চলা দুর্দান্তই।
২০২৩ বিশ্বকাপে একটুর জন্য সেমিফাইনাল মিস করেছিল দলটি। কিন্তু যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের টি-২০ বিশ্বকাপে সেই সুযোগ হাতছাড়া করেনি তারা। নিউজিল্যান্ডের মতো দলকে হারিয়ে উঠে সুপার এইটে। সুপার এইটে অস্ট্রেলিয়া ও বাংলাদেশকে হারিয়ে ভাগিয়ে নেয় সেমির টিকিট।আফগানিস্তান এখন সমীহ করার মতো দলই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা পা রেখেছে টানা ৪টি ওয়ানডে সিরিজ জয়ের সুখস্মৃতিকে সঙ্গে করে। দক্ষিণ আফ্রিকার মতো মোড়ল দেশকেও ছাড় দেয়নি দলটি, সিরিজ জিতেছে বাংলাদেশের বিপক্ষেও। আফগানিস্তানের কণ্ঠস্বর তো উঁচুতেই থাকার কথা। তেমন বলিষ্ঠ কণ্ঠেই কথা বললেন দলপতি হাশমতউল্লাহ শাহিদি।শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে আফগানিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু হচ্ছে। করাচি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৩টায় খেলতে নামবে তারা।
তার আগে আজ সংবাদ সম্মেলনে শাহিদি বলেছেন, ‘আমরা এখানে শুধু অংশ নিতে আসিনি। ১০০ ভাগ চেষ্টা করছি টুর্নামেন্ট জিততে।শাহিদির বক্তব্যে তাদের সাম্প্রতিক ফর্ম যে ভূমিকা রাখবে, তা অনুমেয়ই। তিনি বলেন, আমরা সম্প্রতি দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজে হারিয়েছি। তাই আমরা চাপে নেই। কারণ এখন আমরা ভাবছি এই টুর্নামেন্টে কী করতে পারব। বিশ্বাস করি যে আমরা সবাই প্রস্তুত।