সিলেট প্রতিনিধিঃ সিলেট মেট্রোপলিটন পুলিশের “অপারেশন ডেভিল হান্ট” অভিযানে ৬ জন গ্রেফতার
গ্রেফতারকৃতরা হলেনঃ
১।ইমরান আহমেদ (৩১), পিতা- আবুল হোসেন, সাং- সরুখেল, থানা-জেন্তাপুর, জেলা –সিলেট,
জৈন্তাপুর কলেজ ছাত্রলীগ সভাপতি।
২। মোঃ সোহাগ (২৮), পিতা- মৃত- মোঃ জুয়েল আহমেদ , সাং – বাগবাড়ি, থানা – কোতোয়ালী , জেলা- সিলেট, ছাত্রলীগ কর্মী।
৩। ইন্দ্রজিৎ বিশ্বাস (২৮),সিলেট জেলার ছাত্রলীগ কমিটির সদস্য, পিতা-মৃত-সুশীল বিশ্বাস , ঠিকানা: স্থায়ী: গ্রাম- ধনকান্দি (৪ নং ওয়ার্ড), উপজেলা/থানা- শাহপরান (রঃ), জেলা -সিলেট,
৪।জুয়েল আহমদ(২৬), পিতাঃ আব্দুল লতিফ, মাতা-মমতা বেগম, সাং-হাতিডহর, থানা- জকিগঞ্জ, জেলা-সিলেট, বর্তমান ঠিকানা- হাউজিংস্টেট আ/এ(বাসা নং-০৩,লেন নং-এ),থানা- এয়ারপোর্ট ,ছাত্রলীগ কর্মী।
৫। মোঃ খলিলুর রহমান (৫৪), ২৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাবেক সেক্রেটারী, পিতা-মৃত মৌলা মিয়া, সাং-লাউয়াই পবর্তপুর, থানা-দক্ষিণ সুরমা, জেলাঃসিলেট।
৬। বাদশা মিয়া (৫০), ০৩ নং খাদিমনগর ইউপি, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ কর্মী, পিতা-মৃত কালা মিয়া, সাং-লাখাউড়া, থানাঃএয়ারপোর্টে, জেলা-সিলেট’দের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।