অনলাইন নিউজ ডেক্স :
লাদেশ নারী দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়দের একজন সালমা খাতুন। দেশের জার্সিতে ১৩৯ ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন এই অলরাউন্ডার। জিতেছেন এশিয়া কাপের মতো মেজর টুর্নামেন্টও। তবে গত ২ বছর ধরে জাতীয় দলের বাইরে আছেন সালমা। বয়স ৩৪ পার হওয়ায় ধারণা করা হচ্ছিল, ক্রিকেট থেকে হয়তো ছিটকেই গেছেন এই ক্রিকেটার।এখনও ২ বছর খেলতে চান সালমা।এসব জল্পনা-কল্পনার ইতি ঘটালেন এবার সালমা নিজেই। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক জানালেন, ক্রিকেটকে এখনই বিদায় বলার কোনো চিন্তাভাবনা করছেন না তিনি। খেলতে চান অন্তত আরও দুই বছর। আজ (১৮ ফেব্রুয়ারি) নারীদের ঢাকা প্রিমিয়ার লিগের ট্রফি উন্মোচন শেষে অবসর প্রসঙ্গে সালমা বলেন, আসলে ওভাবে কোনো সিদ্ধান্ত এখনও নিইনি আমি। আরও দুই বছর হয়তোবা খেলব, তারপর সিদ্ধান্ত নেব কী করব না করব। নারীদের ডিপিএলের এবারের আসরে মোহামেডানের হয়ে খেলবেন সালমা। মাঠে নামার আগেই ক্লাবটির স্কোয়াড নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অধিনায়ক, আমাদের দল ভালো হয়েছে। অবশ্যই চেষ্টা করব শেষবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার ধারাবাহিকতা ধরে রাখার। দলের ওপর আমার আত্মবিশ্বাস আছে। ওরা সবাই চ্যাম্পিয়ন হওয়ার মতোই খেলবে।
সালমার মতোই নিজের দল নিয়ে বেশ আশাবাদী আবাহনীর অধিনায়ক ফারজানা হক পিংকি। তিনি বলেন, ‘আমার দলটা নিয়ে আমি খুব আশাবাদী। আমার দলের সবাই পেশাদার। সবাই খুব ক্ষুধার্ত ভালো খেলতে। আমার দলের ক্রিকেটাররা সবাই মোটামুটি মানের। এই দলটি নিয়ে যদি মাঠের লড়াইয়ে সেরাটা দিতে পারি, তাহলে আবাহনীর জন্য ইতিবাচক ফল পাওয়া সম্ভব।