অনলাইন নিউজ ডেক্স :
ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ ইস্যুতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন। ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন রয়েছেন যৌথবাহিনীর সদস্যরা।কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষে রণক্ষেত্র ক্যাম্পাস।
বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ ইস্যুতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ালো ছাত্রদল। মারধরসহ বিভিন্ন অভিযোগে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় এলাকার নিরাপত্তা নিশ্চিতসহ বিভিন্ন দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেন তারা। দুপুরে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে প্রবেশ করলে ফের উত্তেজনা দেখা দেয়।
এক পর্যায়ে মুখোমুখি অবস্থান নেয় ছাত্রদল ও শিক্ষার্থীরা। ধাওয়া পাল্টা ধাওয়ার একপর্যায়ে বাধে সংঘর্ষ। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে সরিয়ে দেয় তাদের। সাধারণ শিক্ষার্থী-ছাত্রদল সংঘর্ষ চলছে, আহত ১০যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে আছে যৌথবাহিনী।