ইউক্রেনের সেনা পাঠাতে প্রস্তুত যুক্তরাষ্ট্রইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তির অংশ হিসেবে দেশটি নিজেদের সেনা মোতায়েনের জন্য ‘প্রস্তুত এবং ইচ্ছুক’ বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) প্যারিসে ইউরোপীয় নেতাদের সঙ্গে জরুরি শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার আগে স্টারমার বলেন, যুক্তরাজ্য ‘প্রয়োজনে নিজস্ব সেনা মোতায়েন করে’ ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা দিতে প্রস্তুত।ডেইলি টেলিগ্রামে তিনি লিখেছেন, ‘আমি এটা হালকাভাবে বলছি না।’‘ব্রিটিশ পুরুষ এবং নারী সেনাদের সম্ভাব্য কঠিন বিপদের মুখে ফেলার যে দায় সেটি আমি গভীরভাবে অনুভব করি।’ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে সহায়তা করার যেকোনো ভূমিকা আমাদের দেশ এবং মহাদেশের নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখছে।’
তিনি বলেন, ভবিষ্যতে পুতিনকে আরও আগ্রাসন থেকে বিরত রাখতে হলে ইউক্রেনে স্থায়ী শান্তি নিশ্চিত করা অপরিহার্য।ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধের সমাপ্তি হতে পারে নতুন আক্রমণের আগে পুতিনের কেবল একটি সাময়িক বিরতিইউক্রেনীয়-অধিকৃত এবং রাশিয়া-অধিকৃত অঞ্চলের সীমান্তে অন্যান্য ইউরোপীয় দেশগুলির সেনাদের সঙ্গে যুক্তরাজ্যের মোতায়েন করা যেতে পারে বলে মনে করেন তিনি।
১৭/০২/২০২৫; সুরমা টিভি ২৪; সুমাইয়া।