তৃতীয় দফায় আরও শতাধিক ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে তৃতীয় দফায় ১১২ ভারতীয়দের বহনকারী মার্কিন বিমানটি পাঞ্জাবের অমৃতসরে অবতরণ করে।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ক্ষমতায় আসার পর এ নিয়ে তৃতীয় দফায় ভারতীয়দের নিয়ে মার্কিন বিমান ভারতে পৌঁছাল।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধভাবে বসবাসের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ১১২ জন ভারতীয়কে বিমানে করে ভারতে ফেরত পাঠানো হয়েছে।
এনডিটিভি বলছে, বিতাড়িতদের মধ্যে ৩১ জন পাঞ্জাবের, ৪৪ জন হরিয়ানার, ৩৩ জন গুজরাটের, উত্তরপ্রদেশের দু’জন, হিমাচল ও উত্তরাখণ্ডের একজন করে রয়েছেন। এর আগে প্রথম দফায় গত ৫ ফেব্রুয়ারি ১০৪ জন ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হয়। সামরিক বিমানে করে এসব অভিবাসীদের হাতকড়া পরিয়ে পাঠানো হয়েছিল। গত শনিবার দ্বিতীয় দফায় ১১৬ ভারতীয়কে ফেরত পাঠানো হয়। তাদের সঙ্গেও একই আচরণ করা হয়েছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। তবে সবশেষ তৃতীয় দফায় পাঠানো ভারতীয়দের হাতকড়া পরিয়ে পাঠানো হয়েছে কিনা এখনো জানা যায়নি।
দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পরই যুক্তরাষ্ট্রে থাকা অভিবাসন প্রত্যাশীদের বিরুদ্ধে নির্বাহী আদেশ জারি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশের বিভিন্ন জায়গায় শুরু হয় অভিবাসনপ্রত্যাশীদের ধর-পাকড় এবং নিজ দেশে ফিরিয়ে দেয়ার কার্যক্রম।
১৭/০২/২০২৫; সুরমা টিভি ২৪; সুমাইয়া।