, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ ভারতসহ কয়েকটি দেশে আর্থিক সহায়তা বাতিল করলো যুক্তরাষ্ট্র

  • SURMA TV 24
  • Update Time : ০৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৩৯৩ Time View

বাংলাদেশ-ভারতসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের জন্য বরাদ্দ করা বড় ধরনের আর্থিক সহায়তা তহবিল বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বরাদ্দকৃত ২৯ মিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচি রয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন নতুন প্রশাসন বাজেট কমিয়ে আনার জন্য নানা পদক্ষেপ নিচ্ছে। এরই ধারাবাহিকতায় ভারত ও বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের জন্য লাখ লাখ ডলারের তহবিল বাতিল করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের নতুন দফতর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি (ডিওজিই) এ সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন ধনকুবের টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক এই দফতরের নেতৃত্ব দিচ্ছেন। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা পোস্টে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি জানিয়েছে, ভারতে ভোটারদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে বরাদ্দ করা ২১ মিলিয়ন ডলারের একটি তহবিল এবং বাংলাদেশে রাজনৈতিক ল্যান্ডস্কেপকে শক্তিশালী করার লক্ষ্যে বরাদ্দ করা ২৯ মিলিয়ন ডলারের একটি কর্মসূচি কমানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন নতুন প্রশাসন আন্তর্জাতিক সহায়তা খাতে ব্যাপক কাটছাঁট করছে। তারই অংশ হিসেবে ভারত ও বাংলাদেশের জন্য বরাদ্দ তহবিল বাতিল করা হয়েছে।

ইলন মাস্ক বারবার জোর দিয়ে বলেছেন, বাজেট কাটছাঁট ছাড়া চলতে থাকলে ‘আমেরিকা দেউলিয়া হয়ে যাবে’ এবং এই উদ্যোগটি প্রশাসনের পরিকল্পনা করা বাজেট ওভারহলের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে মনে হচ্ছে। বাংলাদেশ ও ভারত ছাড়াও কয়েকটি দেশে এই অর্থায়ন বাতিল করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য দেশগুলো মোজাম্বিকে ১০ মিলিয়ন ডলার, কম্বোডিয়ায় ২.৩ মিলিয়ন ডলার, সার্বিয়ায় ১৪ মিলিয়ন ডলার, মলদোভায় ২২ মিলিয়ন ডলার, নেপালে দুটি কর্মসূচিতে ৩৯ মিলিয়ন ডলার এবং মালিতে ১৪ মিলিয়ন ডলার।

১৬/০২/২০২৫; সুরমা টিভি ২৪; সুমাইয়া।

বাংলাদেশ ভারতসহ কয়েকটি দেশে আর্থিক সহায়তা বাতিল করলো যুক্তরাষ্ট্র

Update Time : ০৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫

বাংলাদেশ-ভারতসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের জন্য বরাদ্দ করা বড় ধরনের আর্থিক সহায়তা তহবিল বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বরাদ্দকৃত ২৯ মিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচি রয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন নতুন প্রশাসন বাজেট কমিয়ে আনার জন্য নানা পদক্ষেপ নিচ্ছে। এরই ধারাবাহিকতায় ভারত ও বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের জন্য লাখ লাখ ডলারের তহবিল বাতিল করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের নতুন দফতর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি (ডিওজিই) এ সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন ধনকুবের টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক এই দফতরের নেতৃত্ব দিচ্ছেন। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা পোস্টে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি জানিয়েছে, ভারতে ভোটারদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে বরাদ্দ করা ২১ মিলিয়ন ডলারের একটি তহবিল এবং বাংলাদেশে রাজনৈতিক ল্যান্ডস্কেপকে শক্তিশালী করার লক্ষ্যে বরাদ্দ করা ২৯ মিলিয়ন ডলারের একটি কর্মসূচি কমানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন নতুন প্রশাসন আন্তর্জাতিক সহায়তা খাতে ব্যাপক কাটছাঁট করছে। তারই অংশ হিসেবে ভারত ও বাংলাদেশের জন্য বরাদ্দ তহবিল বাতিল করা হয়েছে।

ইলন মাস্ক বারবার জোর দিয়ে বলেছেন, বাজেট কাটছাঁট ছাড়া চলতে থাকলে ‘আমেরিকা দেউলিয়া হয়ে যাবে’ এবং এই উদ্যোগটি প্রশাসনের পরিকল্পনা করা বাজেট ওভারহলের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে মনে হচ্ছে। বাংলাদেশ ও ভারত ছাড়াও কয়েকটি দেশে এই অর্থায়ন বাতিল করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য দেশগুলো মোজাম্বিকে ১০ মিলিয়ন ডলার, কম্বোডিয়ায় ২.৩ মিলিয়ন ডলার, সার্বিয়ায় ১৪ মিলিয়ন ডলার, মলদোভায় ২২ মিলিয়ন ডলার, নেপালে দুটি কর্মসূচিতে ৩৯ মিলিয়ন ডলার এবং মালিতে ১৪ মিলিয়ন ডলার।

১৬/০২/২০২৫; সুরমা টিভি ২৪; সুমাইয়া।