সুরমা টিভি ২৪ ডেস্কঃ মাইকে ঘোষণা দিয়ে যশোর সদরের বড় হৈবতপুরে দুই পক্ষের মারপিটের ঘটনা ঘটেছে। এসময় স্থানীয় এক আওয়ামী লীগ নেতার অনুসারীদের মারপিটে আহত হয়েছেন ৪ বিএনপি নেতা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, চুরামনকাটি ইউনিয়নের ইউপি মেম্বর ও আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান বড় হৈবতপুর গ্রামের বাসিন্দাদের জমির আইল কেটে নিজের জমিতে সেচের পানি দেওয়ার চেষ্টা করেন।
মঙ্গলবার এ নিয়ে উত্তপ্ত হলে গ্রামবাসী প্রতিবাদ করে। আনিছুর মাইকে ঘোষণা দিয়ে ৫০-৬০ জন লোক ডেকে আনে। দুই পক্ষের মধ্যে সমঝোতা করান যুবদল নেতা রাজু। তবে ফিরে যাওয়ার পথে আনিছুর নেতৃত্বে শফিক, তৌহিদ ও রমজানসহ কয়েকজন হামলা চালায়, আহত হন ৫ জন। পরে আহতদের মধ্যে ৪ জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।