, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মহাকুম্ভের পথে ৩০০ কিলোমিটার তীব্র যানজট

  • SURMA TV 24
  • Update Time : ১২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৪৩১ Time View

ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজ শহরে চলমান মহাকুম্ভ মেলাকে কেন্দ্র করে শত শত কিলোমিটার তীব্র যানজটের খবর পাওয়া গেছে। যানজটের কারণে হাজার হাজার পূণ্যার্থী রাস্তায় আটকা পড়েছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আটকে থাকা যানবাহনের সারি ৩০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বসন্ত পঞ্চমীর অমৃত স্নানের পর কুম্ভমেলায় মানুষের ভিড় কমে যেতে পারে মনে করা হয়েছিল। তবে, পরিস্থিতি ঠিক বিপরীত দেখা যাচ্ছে। এখানো হাজার হাজার পূণ্যার্থী স্নানের উদ্দেশে প্রয়াগরাজ রওনা দিয়েছেন। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এনডিটিভি বলছে, যানবাহনের দীর্ঘ সারির কারণে যানজট নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক হিমশিম খেতে হচ্ছে। পুলিশ প্রয়াগরাজ যাওয়ার পথে মধ্যপ্রদেশের বেশ কয়েকটি জেলার যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। আজ কুম্ভমেলামুখী সড়কে ২০০-৩০০ কিলোমিটার লম্বা যানজট রয়েছে।

ভারতের বিভিন্ন প্রান্ত থেকে যাত্রীবাহী গাড়ি, বাস এখন কুম্ভমুখী। বারাণসী, লখনউ এবং কানপুর থেকে প্রয়াগরাজের রুটে ২৫ কিলোমিটার পর্যন্ত যানজট হচ্ছে। শহরের ভেতরেও প্রায় সাত কিলোমিটার দীর্ঘ যানজট। ভিড় সামলাতে প্রয়াগরাজ সঙ্গম রেলওয়ে স্টেশন বন্ধ করে দেয়া হয়েছে। আপাতত প্রয়াগরাজ জংশন স্টেশনে একমুখী ট্র্যাফিক ব্যবস্থা চালু রয়েছে। পুলিশের মহাপরিদর্শক (রেওয়া জোন) সাকেত প্রকাশ পান্ডে বলেন, প্রচুর যানবাহনের কারণে এই যানজট তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েকদিন লাগতে পারে। প্রয়াগরাজ প্রশাসনের সাথে সমন্বয় করেই যানবাহন চলাচলের অনুমতি দেয়া হচ্ছে। দীর্ঘ যানজটের কারণে মহাসড়কে আটকা পড়েছেন মহাকুম্ভে আসা হাজার হাজার ভক্ত। যানজটে আটকে থাকা এক ভুক্তভোগী জানান, তিনি যানবাহনে ৪৮ ঘণ্টা ধরে আটকে আছেন। মাত্র ৫০ কিলোমিটার পথ পাড়ি দিতে প্রায় ১০-১২ ঘণ্টা সময় লাগছে।

১০/০২/২০২৫; সুরমা টিভি ২৪; সুমাইয়া।

মহাকুম্ভের পথে ৩০০ কিলোমিটার তীব্র যানজট

Update Time : ১২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজ শহরে চলমান মহাকুম্ভ মেলাকে কেন্দ্র করে শত শত কিলোমিটার তীব্র যানজটের খবর পাওয়া গেছে। যানজটের কারণে হাজার হাজার পূণ্যার্থী রাস্তায় আটকা পড়েছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আটকে থাকা যানবাহনের সারি ৩০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বসন্ত পঞ্চমীর অমৃত স্নানের পর কুম্ভমেলায় মানুষের ভিড় কমে যেতে পারে মনে করা হয়েছিল। তবে, পরিস্থিতি ঠিক বিপরীত দেখা যাচ্ছে। এখানো হাজার হাজার পূণ্যার্থী স্নানের উদ্দেশে প্রয়াগরাজ রওনা দিয়েছেন। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এনডিটিভি বলছে, যানবাহনের দীর্ঘ সারির কারণে যানজট নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক হিমশিম খেতে হচ্ছে। পুলিশ প্রয়াগরাজ যাওয়ার পথে মধ্যপ্রদেশের বেশ কয়েকটি জেলার যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। আজ কুম্ভমেলামুখী সড়কে ২০০-৩০০ কিলোমিটার লম্বা যানজট রয়েছে।

ভারতের বিভিন্ন প্রান্ত থেকে যাত্রীবাহী গাড়ি, বাস এখন কুম্ভমুখী। বারাণসী, লখনউ এবং কানপুর থেকে প্রয়াগরাজের রুটে ২৫ কিলোমিটার পর্যন্ত যানজট হচ্ছে। শহরের ভেতরেও প্রায় সাত কিলোমিটার দীর্ঘ যানজট। ভিড় সামলাতে প্রয়াগরাজ সঙ্গম রেলওয়ে স্টেশন বন্ধ করে দেয়া হয়েছে। আপাতত প্রয়াগরাজ জংশন স্টেশনে একমুখী ট্র্যাফিক ব্যবস্থা চালু রয়েছে। পুলিশের মহাপরিদর্শক (রেওয়া জোন) সাকেত প্রকাশ পান্ডে বলেন, প্রচুর যানবাহনের কারণে এই যানজট তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েকদিন লাগতে পারে। প্রয়াগরাজ প্রশাসনের সাথে সমন্বয় করেই যানবাহন চলাচলের অনুমতি দেয়া হচ্ছে। দীর্ঘ যানজটের কারণে মহাসড়কে আটকা পড়েছেন মহাকুম্ভে আসা হাজার হাজার ভক্ত। যানজটে আটকে থাকা এক ভুক্তভোগী জানান, তিনি যানবাহনে ৪৮ ঘণ্টা ধরে আটকে আছেন। মাত্র ৫০ কিলোমিটার পথ পাড়ি দিতে প্রায় ১০-১২ ঘণ্টা সময় লাগছে।

১০/০২/২০২৫; সুরমা টিভি ২৪; সুমাইয়া।