ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) এ কথা বলেন মোদি।
সোমবার দেশ ছাড়ার আগে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, আগামী কয়েকদিন বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রে থাকবেন তিনি। মোদি বলেন, ‘ফ্রান্সে, আমি এআই অ্যাকশন সামিটে অংশ নেব। যেখানে ভারত সহ-সভাপতিত্ব করবে। ভারত-ফ্রান্স সম্পর্ক জোরদার করার জন্য আমি প্রেসিডেন্টের সাথে আলোচনা করব। আমরা মার্সেইতে একটি কনস্যুলেট উদ্বোধন করতেও যাব।’
এদিকে ওয়াশিংটন ডিসিতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও জানান মোদি। বলেন, তার মার্কিন সফর ভারত-মার্কিন বন্ধুত্বকে আরও দৃঢ় করবে।প্রধানমন্ত্রী চার দিনের ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র সফরের উদ্দেশে ভারত ছেড়েছেন। তিনি প্রথমে ফ্রান্সে ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করবেন এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন।ম্যাক্রোঁর আমন্ত্রণে, মোদি ১০-১২ ফেব্রুয়ারি ফ্রান্সে থাকবেন। ফ্রান্স সফর শেষ করার পর তিনি ট্রাম্পের সাথে দেখা করতে এবং মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন নেতাদের সাথে মতবিনিময় করতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবেন।