লিবিয়ার পৃথক দুটি এলাকা থেকে অন্তত ২৯ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) নিরাপত্তাবিষয়ক একটি অধিদফতর ও লিবিয়ার রেড ক্রিসেন্ট এ তথ্য জানিয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এক বিবৃতিতে লিবিয়ার আলওয়াহাত জেলার নিরাপত্তা অধিদফতর জানিয়েছে, দেশটির দ্বিতীয় বৃহৎ শহর বেনগাজি থেকে প্রায় ৪৪১ কিলোমিটার দূরে জিখারা অঞ্চলের একটি খামারে গণকবরে ১৯ জনের মরদেহ পাওয়া গেছে।
পৃথক এক ফেসবুক পোস্টে লিবিয়ার রেড ক্রিসেন্ট বলেছে, দেশটির রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে জাওইয়া শহরের দিলা বন্দর থেকে আরও ১০টি মরদেহ উদ্ধার করেছেন স্বেচ্ছাসেবীরা। অভিবাসীদের একটি নৌকা ডুবে যাওয়ার পর ওই দিন সকালে মরদেহগুলো উদ্ধার করা হয়। অধিদফতর জানিয়েছে, জালুতে পাবলিক প্রসিকিউশন অফিসের উপস্থিতিতে অধিদফতর জিখারা এলাকায় চোরাচালান এবং অবৈধ অভিবাসনের কারণে মৃত্যু হওয়া ১৯ জনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে। তারা একটি পরিচিত চোরাচালান নেটওয়ার্কের সঙ্গে জড়িত ছিলেন।
০৭/০২/২০২৫; সুরমা টিভি২৪; সুমাইয়া।