সিলেট প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, “বিপদ-দুর্ঘটনা মানুষের জীবনের একটি অংশ। তবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। জামায়াত ধর্ম-বর্ণ নির্বিশেষে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে অতীতে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে।
সম্প্রতি এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬নং ওয়ার্ডের ঝালোপাড়ায় ব্যবসায়ীসহ বাসা-বাড়ীর বাসিন্দাগণ ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছেন। তাদের পাশে সরকারের পাশাপাশি সামর্থবানদেরকে এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা কিছুটা হলেও উপকৃত হবে।”
৫ ফেব্রুয়ারি সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানার উদ্যোগে ২৬নং ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের মাঝে সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন। থানা আমীর মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি ফয়জুল ইসলাম জায়গীরদারের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল জলিল নজরুল।
[প্রকাশঃ ০৭-০২-২০২৫/সুরমা টিভি ২৪]