নারায়ণগঞ্জ সংবাদদাতাঃ নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদার বাড়ি ও আওয়ামী লীগের জন্মস্থান হিসেবে পরিচিত ‘বায়তুল আমান ভবন’ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে, ভাঙচুরের আগে ভবনটিতে অগ্নিসংযোগও করা হয়। তখন সেখানে আনন্দ উল্লাস করেন স্থানীয় ছাত্র-জনতা।

নারায়ণগঞ্জের সেই সাবেক এমপি শামীম ওসমান বেশ সমালোচিত ও কথায় কথায় দম্ভ করে বলতেন ‘খেলা হবে’। এ স্লোগানের মাধ্যমে তিনি বিএনপি, জামায়াতসহ বিরোধী নেতাকর্মীদের ওপর চ্যালেঞ্জ ছুঁড়ে দিতেন।
গতকাল (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় একটি বুলডোজার বায়তুল বায়তুল আমান ভবনের পূর্বপাশে গিয়ে অবস্থান নিলে সন্ধ্যা ৭টায় কয়েকজন যুবক ভবনের ভেতরে প্রবেশ করেন। ওই সময় বুলডোজার পূর্বপাশ থেকে ভাঙা শুরু হয়। তখন ফটক ভেঙ্গে বুলডোজার ভেতরে ঢুকে মাটির সঙ্গে মিশিয়ে দেয় পুরো স্থাপনা। তবে তার আগেই দ্বিতীয় তলার বারান্ডায় থাকা যুবকরা আগুন ধরিয়ে দেন।
ভাঙচুর করার সময় ছাত্র জনতা আওয়ামী লীগ, শেখ হাসিনা ও শামীম ওসমানের বিরুদ্ধে নানা শ্লোগান দিয়ে উল্যাস করেন। তখন আশপাশে দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ করেন হাজার হাজার মানুষ।
[প্রকাশঃ ০৭-০২-২০২৫/সুরমা টিভি ২৪]