গাজায় একটি ক্রেন দুর্ঘটনায় ইসরাইলি দুই সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও আটজন। আহত আট সেনার মধ্যে একজনের অবস্থা গুরুতর। ইসরাইল-গাজা সীমান্তের কাছে রাতের বেলা ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে ইসরাইলের সেনাবাহিনী। খবর আল জাজিরার।
ইসরাইল ডিফেন্স ফোর্সের (আইডিএফে) প্রাথমিক তদন্ত অনুসারে জানা যায়, গাজায় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তীব্র বাতাসের কারণে রাতে সামরিক বাহিনী পরিচালিত একটি ক্রেন ভেঙে ওই সেনাদের মাথার ওপর পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে। নিহত এক সেনার নাম নাদাভ কোহেন (২১)। অপরজন নাখমান রাফায়েল বেন অমি (২০)। ক্রেনটি একটি প্ল্যাটফর্মের উপরে ছিল। যেখানে নজরদারি সরঞ্জাম এবং অ্যান্টেনা ছিল যা যুদ্ধের সময় গাজায় সৈন্যদের মোবাইল পর্যবেক্ষণের জন্য আইডিএফ ব্যবহার করেছে। ঝোড়ো বাতাসে ক্রেনটি সামরিক পোস্টে থাকা সেনাদের ওপর পড়ে। আইডিএফ এই ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানানো হয়েছে।
০৬/০২/২০২৫; সুরমা টিভি ২৪; সুমাইয়া।