সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ই ফেব্রুয়ারি বক্তব্যকে ঘিরে সারাদেশে উত্তাল ছাত্রজনতা। বক্তব্য শুরু পূর্ব মুহুর্ত থেকে ধানমন্ডি ৩২ বাড়িটি ভেঙে ফেলতে লংমার্চের ডাক দেয় ছাত্র জনতা। দলীয় মন্ত্রী, এমপি ও সিটি কর্পোরেশনের মেয়রদের বাড়িঘর ভেঙে ফেলা সহ সাবেক প্রধানমন্ত্রীর পিতা শেখ মুজিবুর রহমানের সকল প্রতিকৃতি মুর্তি ভেঙে ফেলে ছাত্রজনতা। তারই প্রেক্ষিতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন্দ্রীয় কমিটি থেকে আজ (বৃহস্পতিবার) এক বিবৃতি প্রকাশ করেছে।
বিবৃতিতে সরকারি প্রত্যক্ষ মদদে পূর্ব ঘোষনা দিয়ে সেনাবাহিনী, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর নিরাপদ বেস্টনির মধ্যে সরকারী বুলডোজার, এস্কেভেটার ক্রেন, যন্ত্রপাতি ব্যবহার করে চিন্থিত জঙ্গীবাদীদের ঘন্টার পর ঘন্টা ধরে চলমান বঙ্গবন্ধুর ভবনসহ সারাদেশে সরকারী স্থাপনা, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ম্যুরাল, ভাস্কর্য, ব্যক্তিগত সম্পত্তি ভাংচুর, জ্বালাও, পোড়াও, লুটপাট, ধ্বংসযজ্ঞের তীব্র নিন্দা করেছে।
জাসদের বিবৃতিতে বলা হয়, সরকারী প্রত্যক্ষ মদদে জঙ্গীবাদী গোষ্ঠী এই ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে ৫ আগস্টের তাদের জঙ্গীবাদী অভ্যুত্থান ও ক্ষমতার দখলের ৬ মাস পূর্তিতে বিকৃত আনন্দ উৎসব পালন করেছে। জাসদের বিবৃতিতে বলা হয়, ৫ ফেব্রুয়ারির ধ্বংসযজ্ঞ দিয়ে আবারও প্রমাণ হলো, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, পাকিস্তানপন্থী জঙ্গবাদীরা রাষ্ট্রক্ষমতা দখল করে রাষ্ট্রীয় ও সরকারী মদদে মুক্তিযুদ্ধে তাদের পরাজয়ের প্রতিশোধ নিতেই স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের স্মৃতি, চিন্থ, স্মারক মুছে ফেলছে। জঙ্গীবাদীরা এই হিংসাত্মক ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা স্বাভাবিক সাংবিধানিক শাসন, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার দাবিকে অস্বীকার করে, দূরে সরিয়ে দিয়ে মবতন্ত্রকেই দেশের স্থায়ী রাজনৈতিক ব্যবস্থা হিসাবে প্রতিষ্ঠা করতে চাইছে। জাসদের বিবৃতিতে বলা হয়, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ভবন, ভাস্কর্য, ম্যুরাল ধ্বংস করে জাতির ইতিহাস ও স্মৃতি থেকে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ এবং পাকিস্তান হানাদারবাহিনী সহযোগী আধাসামরিক রাজাকার, আলবদর বাহিনীর দ্বারা সংঘটিত ৩০ লক্ষ মানুষকে গণহত্যা, ২ লক্ষের অধিক নারীকে গণধর্ষণসহ বর্বর যুদ্ধাপরাধের ইতিহাস মুছে ফেলতে পারবে না। জাসদের বিবৃতিতে দেশের শান্তিপ্রিয়, গণতন্ত্রকামী সাধারণ মানুষ এবং দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্বের প্রতি মবতন্ত্রের অবসানে সোচ্চার হওয়া এবং জাতীয় ঐকমত্য গড়ে তুলতে জরুরি পদক্ষেপ নেয়ার আহবান জানান।
বার্তাপ্রেরক
সাজ্জাদ হোসেন
দফতর সম্পাদক, জাসদ