দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। পাশাপাশি তামিলনাড়ু বিধানসভার ইরোড-পূর্ব আসন এবং উত্তর প্রদেশ বিধানসভার মিলকিপুর আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ করা হচ্ছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। মোট ৭০টি আসনে ৬৯৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণে ভোট দিচ্ছেন ১ কোটি ৫৬ লাখ ভোটার। আগামী শনিবার (৮ ফেব্রুয়ারি) নির্বাচনের ফল ঘোষণা করা হবে। রাজধানীতে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির (আপ) আধিপত্য বজায় থাকবে নাকি প্রায় তিন দশক পরে ক্ষমতায় ফিরবে নরেন্দ্র মোদি বিজেপি নাকি কংগ্রেস কোনো চমক দেবে সেটাই নির্ধারণ হবে এই ভোটে। ভোটগ্রহণ শুরু হওয়ার পর সকাল সকাল ভোট দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাহুল গান্ধী দুজনেই জনগণকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
ভোট দেয়ার পরে দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী ও বিধানসভার আম আদমি পার্টির (আপ) প্রার্থী অতিশী মারলেনা বলেন, ‘দিল্লি নির্বাচন নেহাতই একটা নির্বাচন নয়। এটা ধর্মযুদ্ধ। যারা কাজ করেন, তাদের সঙ্গে পাশে আছেন দিল্লির মানুষরা।’
ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আধাসামরিক বাহিনীর (সিআরপিএফ) মোট ২২০ কোম্পানি মোতায়েন করা হয়েছে। এছাড়া ১৯ হাজার হোমগার্ড এবং ৩৫ হাজার ৬২৫ জন পুলিশ নিরাপত্তা ব্যবস্থা দেখাশোনা করছেন। যেকোনো ধরণের ঝামেলা এড়াতে ভোটকেন্দ্রগুলোতে কঠোর নজরদারি চালানো হচ্ছে। দিল্লির সবশেষ দুই বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছিল কেজরিওয়ালের আম আদমি পার্টি। গত অর্থাৎ ২০২০ সালের বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি প্রায় সাড়ে ৫৩ শতাংশ ভোট পেয়ে জিতেছিল ৬২টি আসন। বিজেপি পেয়েছিল মাত্র ৮টি। কংগ্রেসকে ফিরতে হয়েছিল খালি হাতে।
কিন্ত গতবার জয়ের পর আম আদমি পার্টির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। মদ নীতি নিয়ে দুর্নীতির অভিযোগ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মসনদ টালমাটাল করে দেয়। কেজরিওয়াল এবং তার ঘনিষ্ঠ সহযোগী মনীষ সিসোদিয়া ও বেশ কয়েকজন মন্ত্রীকে জেলে যেতে হয়। এমনকি কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হয়। তার জায়গায় দায়িত্ব নেন অতিশী মারলেনা। সেই দুর্নীতির অভিযোগ মাথায় নিয়েই নির্বাচন লড়ছেন কেজরিওয়াল ও তার দল। এজন্য এবারের নির্বাচনকে আম আদমি পার্টির জন্য অগ্নিপরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।
০৫/০২/২০২৫; সুরমা টিভি ২৪; সুমাইয়া।