রাশিয়ার মস্কোয় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের লবিতে বোমা বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। সোমবার (৩ ফেব্রুয়ারি) পূর্ব ইউক্রেনের একজন রুশপন্থি আধাসামরিক নেতাকে লক্ষ্য করে হামলাটি চালানো হয় বলে জানা গেছে।
রাশিয়ান গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মস্কভা নদীর তীরের ‘স্কারলেট সেইলস’ কমপ্লেক্সের লবিতে দেহরক্ষী নিয়ে একজন ব্যক্তি প্রবেশ করার সময় বোমাটি বিস্ফোরিত হয়। জায়গাটি ক্রেমলিন থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে।
আইন প্রয়োগকারী সংস্থার বরাত দিয়ে এই বিস্ফোরণকে ‘হত্যা চেষ্টা’ বলে উল্লেখ করেছে তাস। যাকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে, তার নাম আর্মেন সারকিসিয়ান। যার বিরুদ্ধে ইউক্রেনের দোনেৎস্কে যুদ্ধে রাশিয়াকে সহায়তা করার অভিযোগ রয়েছে।
রাষ্ট্রীয় আরেক সংবাদ সংস্থা আরআইএ, আইন প্রয়োগকারী সংস্থার বরাত দিয়ে জানিয়েছে, সারকিসিয়ানের অবস্থা আশঙ্কাজনক এবং তার পায়ের অংশ কেটে ফেলা হচ্ছে। তাস বলছে, ‘সারকিসিয়ানের হত্যার চেষ্টা পরিকল্পিত এবং অন্য কেউ এর নির্দেশ দিয়েছে।’ তদন্তকারীরা নির্দেশদাতাদের খুঁজে বের করার চেষ্টা করছেন বলেও জানানো হয়।
এদিকে রাশিয়ার নিরাপত্তা পরিষেবার সাথে যোগাযোগকারী টেলিগ্রাম চ্যানেল বাজা ভবনটির লবিতে হামলার ভিডিও প্রকাশ করেছে। যেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা গেছে।
২ ফেব্রুয়ারি ২০২৫; সুরমা টিভি ২৪; সুমাইয়া।