ইসরাইলি হামলায় নিহত হওয়ার চার মাস পর হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরুল্লাহর জানাজা নামাজের আয়োজন করতে যাচ্ছে গোষ্ঠীটি।
রোববার (২ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির বর্তমান প্রধান নাঈম কাসেম বলেন, আগামী ২৩ ফেব্রুয়ারি বৈরুতের উপকণ্ঠে হাসান নাসরুল্লাহকে দাফনের প্রস্তুতি চলছে।
গত ২৭ সেপ্টেম্বর বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে হিজবুল্লাহর সদর দফতরে ইসরাইলের ভয়াবহ বিমান হামলায় হাসান নাসরুল্লাহ নিহত হন। তিনি ৩২ বছর ধরে সংগঠনটির প্রধানের দায়েত্বে ছিলেন। টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে নাঈম কাসেম বলেন, নাসরুল্লাহকে এমন এক সময়ে হত্যা করা হয়েছিল যখন পরিস্থিতি কঠিন ছিল। যে কারণে ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী হাসান নাসরুল্লাহকে গোপন স্থানে অস্থায়ীভাবে দাফন করা হয়।
হিজবুল্লাহ প্রধান বলেন, হাসান নাসরুল্লাহ ও আরেক শীর্ষ নেতা হাশেম সাফিউদ্দিনের জন্য জনসাধারণের বিশাল উপস্থিতিতে জানাজা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এই প্রথমবারের মত হিজবুল্লাহ নিশ্চিত করলো সাফিউদ্দিন হাসান নাসরুল্লাহর উত্তরসূরি নির্বাচিত হয়েছিলেন। ঘোষণার আগেই তাকে হত্যা করা হয়। সাফিউদ্দিনকে হিজবুল্লাহর মহাসচিব উপাধি দিয়েই সমাহিত করা হবে বলে নাঈম কাসেম নিশ্চিত করেছেন। তিনি বলেন, নাসরাল্লাহকে বৈরুতের উপকণ্ঠে নতুন বিমানবন্দর সড়কে আমাদের পছন্দের একটি জমিতে সমাহিত করা হবে। অন্যদিকে সাফিউদ্দিনকে দক্ষিণ লেবাননের দেইর কানুনে তার নিজ শহর সমাহিত করা হবে।
২ ফেব্রুয়ারি ২০২৫; সুরমা টিভি 24; সুমাইয়া।