, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

গাজা থেকে ২৫০০ শিশুকে সরিয়ে নেয়ার নির্দেশ জাতিসংঘের

  • SURMA TV 24
  • Update Time : ১১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • ১৪২০ Time View

ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ২ হাজার ৫০০ শিশুকে চিকিৎসার জন্য অবিলম্বে অন্যত্র সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। যুক্তরাষ্ট্রের একদল চিকিৎসকের সঙ্গে বৈঠক শেষে তিনি এ আহ্বান জানান। চিকিৎসক দল জানিয়েছে, এই শিশুরা আগামী সপ্তাহগুলোতে অত্যাসন্ন মৃত্যুঝুঁকিতে পড়বে।চিকিৎসক দলটির চার সদস্যের সবাই গাজায় ১৫ মাস ধরে যুদ্ধ চলাকালে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন। ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে চলা এ যুদ্ধে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে গাজার পুরোটা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যুদ্ধে ২০ লাখের বেশি ফিলিস্তিনির জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং ভেঙে পড়েছে উপত্যকাটিতে স্বাস্থ্যব্যবস্থা।

বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘মার্কিন চিকিৎসক দলের সঙ্গে বৈঠকটি তাঁকে ‘‘দারুণভাবে নাড়া’’ দিয়েছে। এ নিশ্চয়তা দিয়ে গাজা থেকে অবশ্যই আড়াই হাজার শিশুকে অবিলম্বে সরিয়ে নিতে হবে যে তারা তাদের পরিবার ও কমিউনিটির কাছে আবারও ফিরতে পারবে।’

গত ১৯ জানুয়ারি গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এর মাত্র কয়েক দিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, চিকিৎসার জন্য উপত্যকাটি থেকে ১২ হাজারের বেশি রোগী বাইরে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। যুদ্ধবিরতি প্রতিষ্ঠা হলে এ সংখ্যা আরও বাড়তে পারে।

৩১/০১/২০২৫; সুরমা টিভি ২৪; সুমাইয়া।

Popular Post

গাজা থেকে ২৫০০ শিশুকে সরিয়ে নেয়ার নির্দেশ জাতিসংঘের

Update Time : ১১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫

ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ২ হাজার ৫০০ শিশুকে চিকিৎসার জন্য অবিলম্বে অন্যত্র সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। যুক্তরাষ্ট্রের একদল চিকিৎসকের সঙ্গে বৈঠক শেষে তিনি এ আহ্বান জানান। চিকিৎসক দল জানিয়েছে, এই শিশুরা আগামী সপ্তাহগুলোতে অত্যাসন্ন মৃত্যুঝুঁকিতে পড়বে।চিকিৎসক দলটির চার সদস্যের সবাই গাজায় ১৫ মাস ধরে যুদ্ধ চলাকালে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন। ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে চলা এ যুদ্ধে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে গাজার পুরোটা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যুদ্ধে ২০ লাখের বেশি ফিলিস্তিনির জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং ভেঙে পড়েছে উপত্যকাটিতে স্বাস্থ্যব্যবস্থা।

বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘মার্কিন চিকিৎসক দলের সঙ্গে বৈঠকটি তাঁকে ‘‘দারুণভাবে নাড়া’’ দিয়েছে। এ নিশ্চয়তা দিয়ে গাজা থেকে অবশ্যই আড়াই হাজার শিশুকে অবিলম্বে সরিয়ে নিতে হবে যে তারা তাদের পরিবার ও কমিউনিটির কাছে আবারও ফিরতে পারবে।’

গত ১৯ জানুয়ারি গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এর মাত্র কয়েক দিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, চিকিৎসার জন্য উপত্যকাটি থেকে ১২ হাজারের বেশি রোগী বাইরে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। যুদ্ধবিরতি প্রতিষ্ঠা হলে এ সংখ্যা আরও বাড়তে পারে।

৩১/০১/২০২৫; সুরমা টিভি ২৪; সুমাইয়া।