অনলাইন নিউজ ডেস্ক:
টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে বিভিন্ন রুটে সাত জোড়া বিশেষ ট্রেন চালাবে বাংলাদেশ রেলওয়ে। আজ বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে রোববার আখেরি মোনাজাত পর্যন্ত সুবর্ণ, সোনার বাংলা, কক্সবাজার, পর্যটক ও বনলতা এক্সপ্রেস ছাড়া সব আন্তনগর, মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন টঙ্গী স্টেশনে (আপ এবং ডাউন) দুই মিনিট করে থামবে।
আজ রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল শুক্রবার জুম্মা স্পেশাল নামে এক জোড়া ট্রেন চালানো হবে। জুম্মা স্পেশাল-১ সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে ছেড়ে টঙ্গী পৌঁছাবে সকাল ১০টা ১৫ মিনিটে। আর জুম্মা স্পেশাল-২ বেলা তিনটায় টঙ্গী স্টেশন থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে বেলা পৌনে চারটায়।
অন্যদিকে আগামী শনিবার জামালপুর ও টাঙ্গাইল থেকে দুটি ট্রেনে করে টঙ্গীর ইজতেমা মাঠে যাওয়া যাবে। প্রথম ট্রেনটি জামালপুর থেকে সকাল সোয়া নয়টায় ছেড়ে টঙ্গী স্টেশনে পৌঁছাবে বেলা সোয়া দুইটায়। দ্বিতীয় ট্রেনটি টাঙ্গাইল থেকে দুপুর ১২টায় ছেড়ে টঙ্গী পৌঁছাবে বেলা ১টা ২০ মিনিটে।
এ ছাড়া আখেরি মোনাজাতের দিন রোববার (২ ফেব্রুয়ারি) ১০টি বিশেষ ট্রেন চলবে। এর মধ্যে ঢাকা-টঙ্গী স্পেশাল-১ ঢাকা থেকে ছাড়বে ভোর পৌনে ৫টায়, ঢাকা-টঙ্গী স্পেশাল-২ ঢাকা ছাড়বে ভোর ৫টায়, ঢাকা-টঙ্গী স্পেশাল-৩ ঢাকা ছাড়বে ভোর ৫টা ২৫ মিনিটে, ঢাকা-টঙ্গী স্পেশাল-৪ ঢাকা ছাড়বে ভোর ৫টা ৫০ মিনিটে।
অন্যদিকে আখেরি মোনাজাতের পর টঙ্গী-ঢাকা স্পেশাল-১ টঙ্গী স্টেশন ছাড়বে সকাল ৮টা ৩৫ মিনিটে, টঙ্গী-ঢাকা স্পেশাল-২ টঙ্গী স্টেশন ছাড়বে সকাল ৯টা ৪২ মিনিটে, টঙ্গী-ঢাকা স্পেশাল-৩ টঙ্গী স্টেশন ছাড়বে সকাল ১০টা ৪০ মিনিটে, টঙ্গী-ঢাকা স্পেশাল-৪ টঙ্গী স্টেশন ছাড়বে বেলা ১১টা ৭ মিনিটে, টঙ্গী-ময়মনসিংহ স্পেশাল-১ টঙ্গী স্টেশন ছাড়বে দুপুর ১২টা ২০ মিনিটে এবং সর্বশেষ টঙ্গী-টাঙ্গাইল স্পেশাল-২ টঙ্গী স্টেশন ছাড়বে দুপুর ১২টা ৫০ মিনিটে।
রেল মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ইজতেমা চলাকালে জয়দেবপুর কমিউটার ট্রেনের সপ্তাহিক অফ ডে শনিবার বাতিল করে শুক্রবার করা হয়েছে। শুক্রবার জয়দেবপুর কমিউটার-৪ (জয়দেবপুর-ঢাকা) বাতিল করে টাঙ্গাইল-টঙ্গী স্পেশাল-১ হিসেবে পরিচালনা করা হবে।
আখেরি মোনাজাতের দিন রোববার তুরাগ কমিউটার ট্রেন চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া বিশেষ ট্রেন চলাচলের পাশাপাশি এক্সপ্রেস, কমিউটার ও লোকাল ট্রেনে যথাসম্ভব অতিরিক্ত বগি সংযোজন করা হবে। ইজতেমা উপলক্ষে টঙ্গী স্টেশনে অতিরিক্ত বুকিং কাউন্টার খোলা হবে এবং পর্যাপ্তসংখ্যক টিকিট পরীক্ষক নিয়োজিত থাকবেন।
তথ্যসূত্র: সংগৃহীত