বিপিএলে এখন থেকে আর কোনো বিতর্ক হবে না। টুর্নামেন্টের বাকি দিনগুলোতে এর হারানো ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা হবে—কাল বিপিএল গভর্নিং কউন্সিলের সঙ্গে আলোচনায় এমন আশ্বাসই নাকি দিয়েছে ফ্র্যাঞ্চাইজিরা।এই প্রতিশ্রুতি তারা কতটা রাখতে পারবে, সেটা সময়ই বলে দেবে। তবে এখন পর্যন্ত এবারের বিপিএল মাঠের বাইরে বিতর্কই ছড়িয়েছে বেশি এবং সেটাও এক–দুটি নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে।খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে একাধিক ঘটনায় বিতর্কিত হয়েছে দুর্বার রাজশাহী, একই অভিযোগ আছে চিটাগং কিংসের বিরুদ্ধেও।
জানুয়ারিতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচ এবারই প্রথম দেখেছে ফুটবল বিশ্ব। আজ প্রথমবার একই সময়ে ১৮টি ম্যাচও দেখতে যাচ্ছে চ্যাম্পিয়নস লিগ। নতুন কাঠামোর চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের শেষ ম্যাচ খেলতে যাচ্ছে দলগুলো। এ পর্যন্ত ১৮টি দলের নকআউট পর্ব খেলা নিশ্চিত হয়েছে। বাকি ৬টি জায়গার জন্য লড়াইয়ে আছে ৯টি দল।এ পর্যন্ত দুটি দল লিভারপুল ও বার্সেলোনা নিশ্চিত করে ফেলেছে সরাসরি শেষ ষোলোতে খেলা। শীর্ষ আটে থেকে সরাসরি শেষ ষোলোতে যাবে আরও ছয়টি দল। ৯ম থেকে ২৪তম দলগুলো নিজেদের মধ্যে প্লে-অফ খেলবে। দুই লেগ শেষে এগিয়ে থাকারা যাবে শেষ ষোলোতে।
মিরাজ অবশ্য আশাবাদী, বিপিএলে ধারাবাহিকভাবে চলে আসা এই সমস্যার সমাধান করবে বিসিবি, ‘সবাই আশা করবে, যেহেতু ক্রিকেট বোর্ড আমাদের অভিভাবক, ক্রিকেট বোর্ড অবশ্যই এ ব্যাপারে কথা বলবে। তারা আমাদের দায়িত্ব নিয়ে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে কথা বলবে।’
নিজেদের দলের কথা বলতে গিয়ে মিরাজ জানিয়েছেন, তারা এরই মধ্যে ৪০ শতাংশ টাকা পেয়ে গেছেন। মালিক পক্ষ জানিয়েছে, এ সপ্তাহের মধ্যে আরো ৩০-৩৫ শতাংশ টাকা দিয়ে দেবে। ‘প্রায় ৭০ শতাংশের কাছাকাছি টাকা আমরা সবাই পেয়ে যাব’—বলেছেন খুলনা টাইগার্স অধিনায়ক।
২৯/০১/২০২৫; সুরমা টিভি ২৪; সুমাইয়া।