পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। চলতি বছর পারমাণবিক সক্ষমতা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। তবে, ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে উত্তর কোরিয়াকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি নতুন মেয়াদে বাস্তবায়নের চেষ্টা করা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
কিছুদিন আগেই বড় ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছে উত্তর কোরিয়া। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে দেশটি। যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী বৈরী সম্পর্কের কারণে উত্তর কোরিয়া বিশ্বের সবচেয়ে বেশি নিরাপত্তা হুমকির মুখোমুখি হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কিম।
শত্রুর মোকাবিলায় ও নিজেদের সুরক্ষায় পারমাণবিক সক্ষমতা আরও জোরদারের ঘোষণা দিয়েছেন কিম জং উন। চলতি বছর পারমাণবিক শক্তি বাড়ানো অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে উল্লেখ করে তিনি বলেন, ‘সঠিক সময়ে এ পরিকল্পনার বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে।’ উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানায়, পারমাণবিক অস্ত্র উৎপাদনের কেন্দ্র পরিদর্শনের সময় এ বছর পারমাণবিক অস্ত্রের উৎপাদনে আরও সাফল্য আসবে বলে আশা প্রকাশ করেন কিম। অনির্দিষ্টকালের জন্য পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।
এদিকে, মসনদে বসেই কিমকে বুদ্ধিমান বলে সম্বোধন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর কোরিয়াকে পারমাণবিক শক্তিধর হিসেবে উল্লেখ করার পর দেশটির বিষয়ে ওয়াশিংটনের পররাষ্ট্রনীতি পরিবর্তনের আভাস দিচ্ছেন অনেক বিশ্লেষক। তবে ট্রাম্প এখনো তার আগের নীতি বাস্তবায়ন করতে চান বলে জানিয়েছে হোয়াইট হাউস। প্রথম মেয়াদে ট্রাম্প পিয়ংইয়ং-এর নিরস্ত্রীকরণের বিষয়ে উদ্যোগ নেন। প্রথম মেয়াদে না পারলেও, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে সেই প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে জানা গেছে।
২৯/০১/২০২৫; সুরমা টিভি ২৪; সুমাইয়া।