অনলাইন নিউজ ডেক্স :
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে শুরুতে বিস্বাদে পরিণত হতে দেয়নি ইংল্যান্ড। টানা দুই ম্যাচ হারলেও তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালো জস বাটলারের দল।
বোলারদের নৈপুণ্যে সিরিজ বাঁচালো ইংল্যান্ড।
রাজকোটে মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভারতকে তারা হারিয়েছে ২৬ রানের ব্যবধানে। ১৭২ রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রানে থেমেছে স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেছেন হার্দিক পান্ডিয়া। ইংল্যান্ডের হয়ে ২৪ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন জ্যামি ওভারটন।
রাজকোটে এদিন দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিতের মিশনে নেমেছিল ভারত। তবে দারুণ বোলিংয়ে তাদেরকে আটকে দিয়েছে ইংলিশরা। এদিন সাঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব ও তিলক বার্মাদের ক্রিজের আধিপত্য নিতে দেননি তারা। স্যামসন ৬ বলে ৩, অভিষেক শর্মা, ১৪ বলে ২৪, সূর্যকুমার ৭ বলে ১৪ আর তিলক ১৪ বলে ১৮ রান করে আউট হন। ৬৮ রানের মধ্যে চার গুরুত্বপূর্ণ ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে ভারত
রাজকোটে মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভারতকে তারা হারিয়েছে ২৬ রানের ব্যবধানে। ১৭২ রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রানে থেমেছে স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেছেন হার্দিক পান্ডিয়া। ইংল্যান্ডের হয়ে ২৪ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন জ্যামি ওভারটন।
রাজকোটে এদিন দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিতের মিশনে নেমেছিল ভারত। তবে দারুণ বোলিংয়ে তাদেরকে আটকে দিয়েছে ইংলিশরা। এদিন সাঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব ও তিলক বার্মাদের ক্রিজের আধিপত্য নিতে দেননি তারা। স্যামসন ৬ বলে ৩, অভিষেক শর্মা, ১৪ বলে ২৪, সূর্যকুমার ৭ বলে ১৪ আর তিলক ১৪ বলে ১৮ রান করে আউট হন। ৬৮ রানের মধ্যে চার গুরুত্বপূর্ণ ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে ভারত।
এরপর অবশ্য বাকিদের নিয়ে হাল ধরার চেষ্টা করেন হার্দিক পান্ডিয়া। তবে ইংলিশ বোলাররা নিয়মিত উইকেট তুলে ভারতকে ম্যাচের মোড় ঘোরানোর সুযোগ দেননি। ৩৫ বলে ৪০ রানের ইনিংস খেলে ১৯তম ওভারে পান্ডিয়া আউট হলে একপ্রকার নিশ্চিত হয়ে যায় ইংল্যান্ডের জয়। এরপর মোহাম্মদ শামি একটি ছক্কা হাঁকালেও আর কেউ চমক দেখাতে পারেননি। তাতে জয় থেকে ২৭ রান দূরে থেকেই থামে ভারত।
এদিন ইংলিশ বোলারদের সবাই দুর্দান্ত ছিলেন। ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন ওভারটন। ২৮ রান খরচায় ২ উইকেট নেন ব্রাইডন কার্স। ৩৩ রান খরচায় ২ উইকেট নেন জফরা আর্চার। মাত্র ১ উইকেট নিলেও ৪ ওভার বল করে মাত্র ১৫ রান খরচ করেন আদিল রশিদ।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বেন ডাকেট ও লিয়াম লিভিংস্টোনের নৈপুণ্যে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭১ রানের পুঁজি পেয়েছিল ইংল্যান্ড। ডাকেট ২৮ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫১ রান করেন। ২৪ বলে ৫ ছক্কা ও ১ চারে ৪৩ রান করেন লিভিংস্টোন। এছাড়া ২২ বলে ২৪ রান আসে জস বাটলারের ব্যাট থেকে। তবে শেষ উইকেটে গুরুত্বপূর্ণ ভূমিকাটা রাখেন আদিল ও মার্ক উড।
১৭.১ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৭ রান করা দলকে এ দুই বোলার পৌঁছে দেন ১৭১ রানে। দুজনেই সমান ১০ রানের ব্যক্তিগত ইনিংসে অপরাজিত ছিলেন। ভারতের হয়ে ২৪ রান খরচায় সর্বোচ্চ ৫ উইকেট নেন বরুণ চক্রবর্তী।
আগামী ৩১ জানুয়ারি পুনেতে সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। আপাতত ২-১ ব্যবধানে পিছিয়ে আছে ইংলিশরা।