অনলাইন নিউজ ডেস্ক:
অতীতের নির্বাচনগুলো খারাপ হয়েছে, বিতর্কিত হয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘আমরা নির্বাচনি-ব্যবস্থাকে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছি। আমার এই কথা যে সঠিক তা আমাদের সন্তানরা রক্ত দিয়ে বলে গেছে। এতে নির্বাচনের সঙ্গে সকলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, ভূলুণ্ঠিত হয়েছে। আগামী নির্বাচন আমাদের সকলের ভাবমূর্তি পুনরুদ্ধারের নির্বাচন।’
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকালে দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২৫ উপলক্ষে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও রেজিস্ট্রেশন কর্মকর্তাদের কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ইসি সানাউল্লাহ বলেন, ‘শুধু নির্বাচন করা নির্বাচন কমিশনের কাজ নয়। তবে নির্বাচন কমিশন এককভাবে দায়িত্বপ্রাপ্ত। নির্বাচন কমিশনের অধীনে থেকে রাষ্ট্রের সকল কর্তৃপক্ষ এই নির্বাচন সম্পন্ন করে। যদি একটি নির্বাচন খারাপ হয়, বিতর্কিত হয় তাহলে এটার সঙ্গে সংশ্লিষ্ট সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। আমরা যদি মনে করি, আমাদের অতীতের নির্বাচনগুলো খারাপ হয়েছে, বিতর্কিত হয়েছে, যেটা আমি শুরুতেই বলেছি। যদি এটা হয়ে থাকে, আমার কথা যদি সঠিক হয়ে থাকে। আমার এই কথা যে সঠিক তা আমাদের সন্তানরা রক্ত দিয়ে বলে গেছে। তাহলে এই নির্বাচনের সঙ্গে সকলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, ভূলুণ্ঠিত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আগামীর নির্বাচন আমাদের সকলের ভাবমূর্তি পুনরুদ্ধারের নির্বাচন। আসুন আমরা সবাই একতাবদ্ধভাবে, নিরপেক্ষভাবে নির্মোহভাবে একটি সুন্দর, সুষ্ঠু, উৎসবমুখর নির্বাচন উপহার দিই। যে নির্বাচনে পরাজিত প্রার্থী হাসিমুখে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানাতে পারবে এবং সে জানবে এখানে ভোটাররা সিদ্ধান্ত নিয়েছে। কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের বারান্দায় সিদ্ধান্ত নেয়নি। আমি আশা করি, আপনারা সবাই এই স্পিরিট ধারণ করবেন।
তিনি বলেন, ‘ভোটার তালিকার কাজ অত্যন্ত সুষ্ঠু-সুচারুভাবে সম্পন্ন হচ্ছে। আমি এসেছিলাম আমার নিজের অভিজ্ঞতা অর্জনের জন্য। আমার আসল উদ্দেশ্য হলো এই কথাটা বলা যে, সামনের নির্বাচন আমাদের জন্য একটি রিফাইনিং নির্বাচন। এখানে আমাদের সবাইকে সমভাবে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি কথা শুধু বলি, বর্তমান নির্বাচন কমিশন রঙবিহীন-চেহারাবিহীন একটি প্রতিষ্ঠান। একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য ইনআশাল্লাহ যা যা করা প্রয়োজন আমরা তাই তাই করবো। আমরা আমাদের সন্তানদের প্রতিফোঁটা রক্তের ঋণ শোধ করবো, ইনআশাল্লাহ।