অনলাইন নিউজ ডেস্ক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা এক ছাত্রকে গুলির ঘটনায় পুলিশের সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) চঞ্চল চন্দ্র সরকারকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) খাগড়াছড়ির দীঘিনালা থেকে তাকে গ্রেফতার করে ঢাকায় আনা হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া। তিনি বলেন, অভিযুক্ত পুলিশ সদস্য এএসআই চঞ্চল চন্দ্র সরকার আমাদের থানায় কর্মরত ছিলেন। তিনি গত বছরের ৭ নভেম্বর ডিএমপির থেকে এখানে বদলি হয়েছেন। গতকাল রাতে জেলা পুলিশের সহযোগীতায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী অ্যাটর্নী জেনারেল তানভীর হাসান জোহারের উপস্থিতিতে অভিযুক্ত পুলিশ সদস্যকে গ্রেফতার দেখিয়ে ঢাকায় নিয়ে গেছেন।
পুলিশ জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এএসআই চঞ্চল চন্দ্রের বিরুদ্ধে একটি অভিযোগ করা হয়েছে। সেখানে বলা হয়েছে— গত বছরের জুলাইয়ে ছাত্র আন্দোলন চলাকালীন রামপুরার মেরাদিয়া এলাকায় একটি ভবনের কার্নিসে ঝুলে থাকা এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছেন।
এর আগে ছাত্র-জনতার আন্দোলনে সময় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নির্মাণাধীন ভবনের রড ধরে ঝুলে আছেন এক যুবক। ওই অবস্থায় তাকে পরপর অন্তত ছয় রাউন্ড গুলি করে পুলিশ। এরপর পুলিশ চলে গেলেও সেই যুবক সেখানেই ঝুলে ছিলেন। গত বছরের ১৯ জুলাই রামপুরার মেরাদিয়া এলাকার নির্মাণাধীন একটি ভবনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী যুবকের নাম আমির হোসেন (১৮)। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি ঢাকায় ফুফুর বাসায় থাকতেন। কাজ করতেন রামপুরার একটি রেস্তোরাঁয়।