দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ গেল কয়েকদিন থেকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম এলাকায় রিজেন্ট পার্ক রিসোর্টে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা হয়েছে। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক জুড়ে তোলপাড় দেখা দেয়। এই ঘটনার প্রেক্ষিতে গত বৃহস্পতিবার রাতে রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ বাদি হয়ে মোগলাবাজার থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় স্থানীয় ছাত্রদল নেতাসহ ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫০-৩০০ জনকে আসামী করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, রিজেন্ট পার্ক ও রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হেলাল উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে এসএমপির মোগলাবাজার থানায় ৬ জনের নাম উল্লেখ করে ও ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা রেখে মামলা দায়ের করেন।
পুলিশ সূত্রে আরও জানা যায়, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহকে প্রধান আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে। এ ছাড়া ছাত্রদলের কর্মী আলাউদ্দিন ফারাবি, সানোয়ার বখত রাহিন, হুসাইন আহমদ, কবির আহমদ, সুমন আহমদকে আসামী করা হয়েছে।
উল্লেখ্য, গত রবিবার দুপুরের দিকে সিলেটের দক্ষিন সুরমার সিলাম এলাকার রিজেন্ট পার্ক এন্ড রিসোর্টে হামলা চালায় স্থানীয় কিছু লোক। এসময় তারা রিসোর্টে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। রিসোর্টের বিভিন্ন কক্ষে অবস্থান করা ১২ তরুণ-তরুণীকে আটক করে তারা। পরে কাজী ডেকে এনে তাদের মধ্যে ৮ জনকে বিয়ে দিয়ে দেওয়া হয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে তোলপাড় সৃষ্টি হয় পাশাপাশি নেটিজেনদের মুখোমুখি বিরূপ মন্তব্যের প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়।