অনলাইন নিউজ ডেক্স :
বিপিএলে খেলোয়াড়দের পারিশ্রমিক না পাওয়ার বিষয়টি নতুন কিছু নয়। গত সবগুলো আসরেই খেলোয়াড় এবং কোচিং স্টাফদের কাছ থেকে এই অভিযোগ পাওয়া গেছে। এবারের আসরেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে ফ্র্যাঞ্চাইজি দলগুলো।
পারিশ্রমিক না পাওয়ায় দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের অনুশীলন বাতিলের ঘটনা ঘটেছে কয়েকদিন আগেই। এবার চিটাগং কিংসের বিরুদ্ধেও একই অভিযোগ শোনা যাচ্ছে। বিপিএলের চট্টগ্রাম পর্ব শেষ করে ঢাকায় ফিরেছে চিটাগং কিংস। তবে দলের সঙ্গে ফেরেননি চিটাগংয়ের ওপেনার পারভেজ হোসেন ইমন। গুঞ্জন উঠেছে, পারিশ্রমিক না পাওয়ায় দলের সঙ্গে ফেরেননি ইমন। তবে দলটির মালিক সামির কাদের চৌধুরি এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, ছুটিতে থাকায় দলের সঙ্গে নেই ইমন।
আজ শুক্রবার(২৫ জানুয়ারি) দেশের একটি সংবাদমাধ্যমকে সামির কাদের বলেন, ও (ইমন) তিন-চার দিন ছুটি নিয়েছে কোচের কাছ থেকে, টিম ডিরেক্টর থেকে। এতটুকুই জানি, আর আগামীকাল আসবে (দলে যোগ দেবে) বলেও জেনেছি। সে পারিশ্রমিক পায়নি। ইমনের পারিশ্রমিক না পাওয়ার বিষয়টি স্বীকার করলেও এই কারণেই যে তিনি দলের সঙ্গে নেই তিনি, এমনটা মানতে নারাজ চিটাগংয়ের মালিক। তিনি বলেন, পারিশ্রমিকটা যেকোনো একটা কারণে হয়নি। তার সঙ্গে একটা আলোচনা বাকি আছে, সে ছিল না বলে আলোচনাটা হয়নি।
ও আগামীকাল আসবে, এটা (পারিশ্রমিক ইস্যু) এমন কোন বিষয় না। উনি কোথায় কি বলছেন না বলছেন এটা আমি জানি না। আমার সঙ্গে দুই ঘণ্টা আগেও কথা হয়েছে। সে আমার কাছে স্বীকার করছে এরকম কিছুই বলেনি, সে নিজে থেকেই জানিয়েছে। আগামীকালই ইমন দলের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছেন সামির কাদের চৌধুরি, যেকোনো একটা ব্যক্তিগত কারণেই সে পেমেন্ট পায়নি। সবাই পেয়েছে, ও পায়নি যে এটা নিয়ে একটা আলোচনা করতে হবে। সেই সুযোগটা হয়নি আরকি। আমার সঙ্গে কথা হয়েছে, কাল আসছে (ঢাকায়)।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মুখ খুলেছেন ইমন নিজেও। ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘লম্বা গ্যাপ থাকায় দুই দিনের ছুটিতে আছি কোচ-ম্যানেজারের সঙ্গে কথা বলে ছুটি নিয়েছি। টিম ছেড়ে চলে গিয়েছি এমন কথার কোনো ভিত্তি নেই, এমনটা কোথাও বলিনি। দেখা হবে মাঠে।