অনলাইন নিউজ ডেক্স :
মুয়ানি এক সপ্তাহ আগে ইতালিতে যাওয়ায় জুভেন্টাসের কোচ থিয়াগো মোটা ভেবেছিলেন গত শনিবার তাকে এসি মিলানের বিপক্ষে ম্যাচে খেলাতে পারবেন। কিন্তু জটিলতা না কাটায় ফরাসি ফুটবলারকে দলে ভেড়ানোর ঘোষণাই দেওয়া হয়নি, খেলানো তো বহু দূরের ব্যাপার। তবে মুয়ানিকে আগামী শনিবার (২৫ জানুয়ারি) নাপোলির বিপক্ষে খেলাতে জুভেন্টাসের সামনে আর কোনো বাধা রইল না।
২০২৩ সালে ৯০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ফ্রাঙ্কফুর্ট থেকে পিএসজিতে যোগ দেওয়া মুয়ানি চলতি মৌসুমে গেমটাইম পাচ্ছিলেন না। মৌসুমের প্রথম তিন ম্যাচেই ২ গোল করেছিলেন তিনি। নিয়মিত শুরুর একাদশ থেকে বাদ পড়ায় মুয়ানিকে নিয়ে দলবদলের আলোচনা শুরু হয়। আর্সেনালসহ বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে তার নাম জড়ায়। অবশেষে গেলেন জুভেন্টাসে।
মুয়ানি এক সপ্তাহ আগেই তুরিনে পৌঁছেছেন। কিন্তু ফিফা প্রতিটি ক্লাবকে প্লেয়ার ধারে পাঠানোর ক্ষেত্রে যে সংখ্যা বেঁধে দিয়েছে, সেটার চূড়ায় অবস্থান করছিল পিএসজি। ফলে জুভেন্টাস মুয়ানিকে দলে ভেড়ানোর ঘোষণা দিতে পারছিল না। ভিয়ারিয়ালে ধারে যাওয়া হুয়ান বার্নেটের সঙ্গে পিএসজি চুক্তি বাতিল করায় জটিলতা কাটল মুয়ানি-জুভেন্টাসের ব্যাপারটির।
ভিয়ারিয়ালে লোনের চুক্তি বাতিল করে স্থায়ী চুক্তি করেছেন বার্নেট, পিএসজির সঙ্গে সমঝোতার মাধ্যমেই হয়েছে এই সিদ্ধান্ত। ফলে দরজা খুলল মুয়ানির জুভেন্টাসের সঙ্গে চুক্তি করার বিষয়টি। ৬ মাসের জন্য ইতালির ক্লাবটিতে খেলবেন ২৬ বছর বয়সি এই ফরোয়ার্ড। এর জন্য পিএসজিকে জুভেন্টাসের ১ মিলিয়ন ইউরো দিতে হয়েছে। ৬ মাস শেষে মুয়ানি আবার পিএসজিতে ফিরবেন। কারণ মেয়াদ শেষে স্থায়ী চুক্তির কোনো অপশন নেই।
১ মিলিয়ন ইউরোর বিনিময়ে মুয়ানি ধারে গেলেও জুভেন্টাসকে শেষ পর্যন্ত দিতে হবে আড়াই মিলিয়ন ইউরোর বেশি। এই সময়ে মুয়ানির বেতনও পরিশোধ করতে হবে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে তুরিনের বুড়িরা।
প্রকাশ ২৪/১/২০২৫/সুরমা টিভি ২৪/ইয়াসমিন