মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা অর্জনে চীন ও মিসরের শান্তি ও আলোচনার প্রচার করা উচিত বলে মনে করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এ বিষয়ে চীন মিসরের সঙ্গে একমত বলেও জানান তিনি। শুক্রবার (১৩ ডিসেম্বর) বেইজিংয়ে মিসরীয় প্রতিপক্ষ বদর আবদেলাত্তির সঙ্গে বৈঠকে এমন মন্তব্য করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, উভয় দেশ সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। দেশটির সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান জানানোর আহ্বানও জানিয়েছে তারা।ওয়াং আরও বলেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিকেও স্বাগত জানিয়েছে উভয় দেশ।