অনলাইন নিউজ ডেক্স :
অ্যালোভেরা জেল ত্বকের উপর দুর্দান্ত কাজ করে। এই প্রাকৃতিক উপাদানের বিকল্প খুঁজে পাওয়া কঠিন। কিন্তু তাজা অ্যালোভেরার জেল বা নির্যাস ত্বকের জন্যে খুবই উপকারী।অ্যালোভেরা জেলের রমরমা চারিদিকে।
ময়েশ্চারাইজ়ার থেকে ফেস প্রাইমার হাজারো প্রসাধনীতে অ্যালোভেরা জেল থাকে। আবার অনেকে অ্যালোভেরার গাছ থেকে পাতা কেটেই ত্বকে ঘষে নেন। অ্যালোভেরার গাছের বেশি যত্নের প্রয়োজন পড়ে না। অল্প রোদ, জলেই তরতরিয়ে বেড়ে ওঠে। বাড়িতে অ্যালোভেরা গাছ থেকে, তার পাতা কেটে খোসা ছাড়িয়ে জেল বের করে নেন। এই অ্যালোভেরার নির্যাস ত্বকের উপর কি সরাসরি ব্যবহার করা যায়?অ্যালোভেরা জেল ত্বকের উপর দুর্দান্ত কাজ করে। এই প্রাকৃতিক উপাদানের বিকল্প খুঁজে পাওয়া কঠিন। কিন্তু তাজা অ্যালোভেরার জেল বা নির্যাস ত্বকের জন্য কতটা উপযুক্ত, সেটাও জানা দরকার। অ্যালোভেরার পাতায় ভিটামিন সি, ই, অ্যান্টিঅক্সিডেন্টের মতো পুষ্টি পাওয়া যায়। এগুলো ত্বকের জন্য ভীষণ উপকারী। খুব স্বাভাবিকভাবেই বাজারচলতি অ্যালোভেরা জেলে নানা ধরনের রাসায়নিক ও প্রিজ়ারভেটিভ থাকে। সেগুলো আপনি গাছের পাতায় পাবেন না। তাই অ্যালোভেরার পাতা থেকে জেল বের করে সরাসরি ত্বকে মাখলে উপকারই বেশি।
ত্বকে অ্যালোভেরা ব্যবহারের উপকারিতা:
১) অ্যালোভেরা জেলের মধ্যে ভিটামিন ই পাওয়া যায়, যা ত্বকের উপর অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এটি ফ্রি র্যাডিকেলের সঙ্গে লড়াই করে এবং ত্বকের স্বাস্থ্য বজায় রাখে।
২) অ্যালোভেরার জেলের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে। তাই অ্যালোভেরার জেল মাখলে ত্বকে ব্যাকটেরিয়ার উপদ্রব কমে যায়। এর জেরে ত্বকের সংক্রমণের হাত থেকে রেহাই মেলে।
৩) অ্যালোভেরার মধ্যে ভিটামিন ই, এ, সি-এর মতো উপাদান রয়েছে। এগুলো ত্বককে পুষ্টি জোগায় এবং ত্বককে হাইড্রেট রাখে। নিয়মিত অ্যালোভেরা জেল মাখলে ত্বকের বার্ধক্যের প্রক্রিয়াও ধীর হয়ে যায়।
৪) যে কোনও ঋতুতে অ্যালোভেরা জেল ব্যবহার করা যায়। এটি ত্বককে নরম ও ময়েশ্চারাইজড রাখে। পাশাপাশি ত্বক অনেক বেশি সতেজ থাকে। ব্রণ, দাগছোপের সমস্যাও কমে যায়। fresh aloe vera gelলিপ বাম মেখে ঠোঁট ফাটা কমছে না, আগে স্ক্রাব ঘষছেন তো?
তাজা অ্যালোভেরা জেল কী ভাবে ব্যবহার করবেন?
অ্যালোভেরার গাছ থেকে পাতা কেটে নিন। এক গ্লাস জলে অ্যালোভেরার পাতা ডুবিয়ে রাখুন। এতে হলুদ রসটা বেরিয়ে যাবে। এর পাতার খোসা ছাড়িয়ে নিন এবং জেল বের করে নিন। এই জেল ব্লেন্ডারে পেস্ট করে এবং ফ্রিজারে রেখে বরফ বানিয়ে নিতে পারেন। একটা করে কিউব ফ্রিজ থেকে বের করবেন এবং মুখে ঘষবেন। আবার অ্যালোভেরার জেল পাতা থেকে বের করেই ত্বকে মাখতে পারেন। ছোটখাটো কাটাছেঁড়াতে এই টোটকা দারুণ কাজ দেয়।
প্রকাশ : ২৩/১/২০২৫/সুরমা টিভি ২৪/ইয়াসমিন