যুক্তরাষ্ট্রে আগামী চার বছরে নিজেদের বাণিজ্য ও বিনিয়োগ ৬০০ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় সৌদি আরব। দেশটির সদ্য দায়িত্ব নেয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে এমন পরিকল্পনার কথা জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি এ খবর জানিয়েছে। তবে পরিকল্পিত বিনিয়োগের কোনো বিবরণ প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
সংবাদ সংস্থাটি জানায়, ট্রাম্পের ক্ষমতা গ্রহণের দুদিন পর বুধবার (২২ জানুয়ারি) তাকে টেলিফোন করে অভিনন্দন জানান যুবরাজ সালমান। এ সময় তারা দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্প-সালমান সন্ত্রাসবাদ মোকাবেলায় দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বাড়াতে নিজ নিজ দেশের মধ্যে সহযোগিতার উপায় নিয়ে আলোচনা করেছেন।
এদিকে মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রথম বিদেশ সফরের জন্য সৌদি আরবকে বেছে নিতে পারেন। গত সোমবার দায়িত্ব নেয়ার পরই ট্রাম্প বলেন, প্রথম বিদেশ সফরে তিনি সম্ভবত সৌদি যাবেন। তবে ‘সৌদিকে ৫০০ বিলিয়ন ডলারের মার্কিন পণ্য কিনতে হবে’। ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমি গতবার সৌদি সফরে গিয়েছিলাম, কারণ তারা ৪৫০ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য কিনতে রাজি হয়েছিল। আমি আবার সৌদি সফরে যাব। তবে সৌদিকে আরও বেশি পণ্য কিনতে রাজি হতে হবে।’ এরপরই যুক্তরাষ্ট্রে সৌদির ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনার কথা সামনে এলো। এর আগে ২০১৭ সালে ক্ষমতায় বসার পর ট্রাম্প প্রথম বিদেশ সফরের জন্য সৌদি আরবকেই বেছে নিয়েছিলেন। সৌদি সরকার ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিল।
২৩/০১/২০২৫; সুরমা টিভি ২৪; সুমাইয়া।