অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থীশিবিরে ইসরায়েলের হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ছাড়া পশ্চিম তীরের কালকিলিয়া শহরে অভিযান চালানোর সময় ইসরায়েলি বাহিনী ৬০ জনের বেশি মানুষকে আটক করেছে বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে আল–জাজিরা।এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি বলেছে, পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলের অভিযানের সময় ৯ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন।
ফিলিস্তিনি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ড্রোন ও হেলিকপ্টারের সহায়তায় জেনিন শহর ও সেখানকার শরণার্থীশিবিরে ধারাবাহিকভাবে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ ছাড়া গতকাল মঙ্গলবার সকাল থেকে সাঁজোয়া বুলডোজার নিয়ে ইসরায়েলের বিশাল একটি বাহিনী শহরে অভিযান শুরু করেছে।
জেনিনে অভিযান নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, জেনিনে সন্ত্রাস দমনে ইসরায়েলি বাহিনী একটি বিস্তৃত ও তাৎপর্যপূর্ণ অভিযান শুরু করেছে।মাত্র তিন দিন আগে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এ সময়ে জেনিনে ইসরায়েলের এই অভিযান–সংঘাত পশ্চিম তীরে ছড়িয়ে পড়ার আশঙ্কাকে আরও উসকে দিয়েছে। ইসরায়েলি বসতি স্থাপনকারীরা জেনিনে রাতভর তাণ্ডব চালিয়েছে বলেও ধারণা করা হচ্ছে।জেনিনের গভর্নর কামাল আবু আল-রাব এএফপিকে বলেছেন, ‘জেনিন শরণার্থীশিবিরে যা ঘটছে, সেটি একটি আক্রমণ। তারা খুবই দ্রুত এসেছে, আকাশে অ্যাপাচি (হেলিকপ্টার) এবং সর্বত্র ইসরায়েলি বাহিনীর সামরিক যান।’
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা স্থানীয় সূত্রের বরাত দিয়ে বলেছে, ইসরায়েলি বাহিনী জেনিন শরণার্থীশিবিরের পুরোটা দখলে নিয়েছে। তাদের সাঁজোয়া বুলডোজার বেশ কয়েকটি সড়ক খুঁড়ে ফেলেছে।
২২/০১/২০২৫; সুরমা টিভি ২৪; সুমাইয়া।