অনলাইন নিউজ ডেক্স :
ঝড়টা মাত্র ৬মিনিটের আর তাতেই একেবারে দুমড়ে-মুচড়ে গেলো ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। ৬৫ থেকে ৭১ মিনিটের মধ্যে পাল্টে গেলো পুরো ম্যাচের দৃশ্যপট। ফেডারেশন কাপের ম্যাচে মঙ্গলবার (২১ জানুয়ারি) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ৩-০ গোলে হারিয়েছে আবাহনী লিমিটেড।
ফকিরেরপুলকে ৩-০ গোলে উড়িয়ে দিলো ঢাকা আবাহনী। দিনের আরেক খেলায় চট্টগাম আবাহনীকে একই ব্যবধানে হারিয়েছে রহমতগঞ্জ।
খেলার প্রথমার্ধে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি আবাহনী। ম্যাচের আট মিনিটের মাথায় আক্রমণে উঠেছিল বটে, তবে ডান দিক দিয়ে বক্সে ঢুকে তালগোল পাকিয়ে ফেলেন আসাদুল মোল্লা। গোলমুখ থেকে বল ক্লিয়ার করেন ফকিরেরপুলের এক ডিফেন্ডার।
খেলার ২৪তম মিনিটে ভালো একটি সুযোগ পেয়েছিল ফকিরেরপুল। আবাহনীর এক খেলোয়াড় ব্যাক পাস দিলে সেটি প্রায় নিয়ন্ত্রণে নিয়েই নিয়েছিলেন আকবির তুরায়েভ। কিন্তু ভারসাম্য হারিয়ে বক্সের ভেতরে পড়ে গেলে দ্রুত গিয়ে সেই বল গ্লাভসবন্দি করেন গোলকিপার।
প্রথমার্ধে কোনও দলই জালের দেখা না পাওয়ায় গোলশূন্য ড্র নিয়েই বিরতিতে যায় দুই দল। বিরতির পর যেন সরূপে ফেরে আবাহনী। তবুও ম্যাচের ৬৫ মিনিট পর্যন্ত আকাশী-নীল জার্সিধারীদের আটকে রেখেছিল ফকিরেরপুল। কিন্তু এরপর আর পারলো না, মাত্র ৬ মিনিটের ঝড়েই উড়ে গেলো তারা।
৬৫তম মিনিটে ডান দিক দিয়ে এগিয়ে যাওয়ার সময় ফাউলের শিকার হন এনামুল গাজী। সঙ্গে সঙ্গেই পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে রেকর্ড ১২বারের চ্যাম্পিয়নদের এগিয়ে দেন ইয়াসিন। আর এখান থেকেই শুরু হয় আবাহনীর ঝড়।
তার ঠিক তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে আবাহনী। বক্সের ভেতরে এনামুল গাজীর পাস প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে দারুণ শটে বল জালে জড়ান মুরাদ। ৭১তম মিনিটে তৃতীয় গোলের দেখা পায় আবাহনী। ডান দিক দিয়ে বক্সে ঢুকে জায়গা করে নিয়ে বাঁ পায়ের জোরালো শটে বল জালে জড়ান মাহাদি ইউসুফ।
দিনের আরেক খেলায় ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে ৩-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। তিন ম্যাচ শেষে দুই দলের সংগ্রহ ৯ পয়েন্ট করে।
গোল ব্যবধানে এগিয়ে গ্রুপের শীর্ষে রহমতগঞ্জ। ৪ ফেব্রুয়ারি দুই দলের মুখোমুখিতে নিস্পত্তি হবে কারা হবে গ্রুপ চ্যাম্পিয়ন। গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে ওই ম্যাচে জয়ের বিকল্প নেই আবাহনীর। অন্যদিকে রহমতগঞ্জের ড্র হলেই চলবে।