অনলাইন নিউজ ডেস্ক,:
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘বিগত সরকার দেশটাকে পেছনের দিকে নিয়ে গেছে। সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হলে একদিকে সংস্কার প্রয়োজন, আরেক দিকে দরকার জনগণের প্রতিনিধিত্বশীল সরকার। একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা তাকিয়ে আছি।’
আজ মঙ্গলবার বেলা একটার দিকে লক্ষ্মীপুর কলেজ রোড ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত মরহুম আরাফাত রহমান স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, স্থিতিশীলতার জন্য বাংলাদেশে স্বাভাবিক রাজনীতি, সামাজিক সুন্দর পরিবেশ ও অর্থনৈতিক শৃঙ্খলা দরকার। দ্রব্যমূল্যের যেন ঊর্ধ্বগতি না হয়, সেদিকে জোর দিতে হবে। উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ গড়তে হবে। গত ৫ আগস্টের পর দেশে রাজনৈতিক গুণগত পরিবর্তন হয়েছে। এখন রাজনৈতিক নেতৃত্বের গুণগত পরিবর্তন চায় দেশের মানুষ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গে শহীদ উদ্দীন বলেন, তারেক রহমানের দেশে ফেরা গণদাবিতে পরিণত হয়েছে। রাষ্ট্রনায়ক হিসেবে তারেক রহমানের বিকল্প বিএনপিসহ কোনো দলেই নেই। যে পথে জিয়াউর রহমান হেঁটেছেন, সে পথে তারেক রহমানও হাঁটছেন।
জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী। বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী, লক্ষ্মীপুর পৌর বিএনপির আহ্বায়ক নিজাম উদ্দিন প্রমুখ।
২১/১/২০২৫/ সুরমা টিভি/ শামীমা