বিয়ানীবাজার প্রতিনিধিঃ সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের শেওলা বাজার সংলগ্ন মাঠে প্রশাসনের অনুমতি না থাকায় তাফসীরুল কুরআন মাহফিল বন্ধ রয়েছে।
মঙ্গলবার (২১শে জানুয়ারি) সকাল ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত তাফসীরুল কোরআন মাফফিল হওয়ার কথা থাকলেও স্থানীয় জামাত শিবির ও হেফাজতের দ্বন্ধের কারণেই বন্ধ করে দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর পাওয়া যায়।
এদিকে, তাফসীরুল কোরআন মাহফিলে মুফতি নুরুল হক শাইঝে জকিগঞ্জী সভাপতিত্বে থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো, বাংলাদেশ হেফাজতে ইসলাম – এর আমির হযরত মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী। বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ করা হয়েছিলো পাকিস্থানের ড. মাওলানা মনযুর আহমদ মেঙ্গল। এছাড়াও দেশ বরেণ্য আলেমেদ্বীন বয়ান করার কথা থাকলেও প্রশাসনের অনুমতি না থাকায় বন্ধ রয়েছে মাহফিল।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রশাসনের কাছে তাফসীরুল কোরআন মাহফিল বন্ধের কারণ জানতে চাইলে প্রশাসন থেকে নোটিশ করেন এখানে বিশৃঙ্খলা হতে পারে। তবে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত থাকার পরও অনুমতি না থাকায় মাহফিল বন্ধ করা হয়েছে।
নাম না বলা শর্তে, সুরমা টিভি ২৪ কে জানান, তাফসীরুল কোরআন মাহফিল বন্ধের পিছনে জামাত শিবির সক্রিয় ভাবে প্রশাসনকে চাপ দিয়ে বন্ধ করিয়েছেন। কেননা, এই মাহফিলে প্রধান অতিথি হেফাজতের আমির থাকার কারণে তারা এই মাহফিল জোরপূর্বক বন্ধ করে দিয়েছে প্রশাসনের মাধ্যমে।
উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে আরও বয়ান করার কথা ছিলো, মাওলানা মুহাম্মদ বিন ইদ্রিস, মাওলানা আলিমুদ্দীন দুর্লভপুরী, মুফতি মুজিবুর রহমান, মাওলানা সালেহ আহমদ, মাওলানা রফিকুল ইসলাম মাদানী, মাওলানা আহমদ আলী, মুফতি ওলীউর রহমান, মাওলানা আসআদ আহমদ, মাওলানা লুকমান আহমদ, মাওলানা আব্দুল মতিন, মাওলানা নুরুল হুদা, মাওলানা আজমত উল্লাহ, মাওলানা হরমুযুল্লাহ।
প্রশাসনের অনুমতি না থাকায় তাফসীরুল কোরআন মাহফিল বন্ধের জন্য বিয়ানীবাজারের শেওলা এলাকায় দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দেশ-বিদেশের প্রখ্যাত আলেমেদ্বীন ওয়াজে বয়ান করার কথা থাকলেও প্রশাসন থেকে গতকাল রাত ১২টায় আইন-বিশৃঙ্খলার কারণ জানিয়ে মাহফিল কমিটির কাছে নোটিশ প্রেরণ করেন। যার ফলে আজ (মঙ্গলবার) তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ রয়েছে বলে জানা যায়। তবে এলাকাবাসীর পক্ষ থেকে তাফসীরুল কোরআন মাহফিল বন্ধের কোনো অভিযোগ নেই।