আরজি কর কাণ্ডে নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় আসামি সঞ্জয় রায়ের অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। একইসঙ্গে জরিমানা করা হয়েছে ৫০ হাজার টাকা।হিন্দুস্তান টাইমস ও আনন্দবাবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, ধর্ষণের ঘটনায় ৭ লাখ এবং হত্যার জন্য ১০ লাখ টাকা ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছে আদালত।বিচারক বলেছেন, ‘রাষ্ট্রের দায়িত্ব ভুক্তভোগীর পরিবারকে ক্ষতিপূরণ দেয়া।’যদিও নিহত চিকিৎসকের পরিবার এ আর্থিক ক্ষতিপূরণ নিতে অস্বীকৃতি জানিয়েছেন।এদিকে সাজা ঘোষণার আগে দোষী সাব্যস্ত সঞ্জয় বলেছেন তিনি খুন বা ধর্ষণ কোনোটিই করেননি। বিনা কারণে তাকে ফাঁসানো হচ্ছে।
সঞ্জয় রায়ই কি একমাত্র অপরাধী?এর জবাবে বিচারক বলেছেন, কী হয়েছে, সেটা আপনার থেকে ভালো কেউ জানে না। আমার কাছে বিচার্য হলো প্রমাণ। আপনি যা যা বলেছেন, শুনেছি। কিন্তু সিবিআই যা প্রমাণ দিয়েছে, তাতে আমি নিশ্চিত, আপনার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক।
পশ্চিমবঙ্গের কলকাতা শহরের আরজি কর মেডিকেল হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসককে নৃশংসভাবে খুন ও ধর্ষণের ঘটনার ১৬২ দিনের মাথায় শনিবার (১৮ জানুয়ারি) সাজা ঘোষণা করে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে শিয়ালদা কোর্ট।আদালতে ধর্ষণ ও খুন উভয় অপরাধেই সঞ্জয়ের বিরুদ্ধে তথ্যপ্রমাণ জমা দেয় সিবিআই। বিএনএস ৬৪ (ধর্ষণ), বিএনএস ৬৬ (ধর্ষণ, খুন), ১০৩ (১) (খুন)-এ দোষী সাব্যস্ত করা হয় তাকে।
২০/০১/২০২৫; সুরমা টিভি ২৪; সুমাইয়া।